শেরপুরের সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের কুলুরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২টি মাহেন্দ্র গাড়ি জব্দ ও একজন চালককে আটক করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুরের সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের কুলুরচর এলাকায় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার (ভূমি) ও সদর থানার ওসির সমন্বয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২টি মাহেন্দ্র গাড়ি জব্দ ও একজন চালককে আটক করা হয়।
এসময় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন শেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুবা হক, সদর সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, চরপক্ষীমারি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, চরপক্ষীমারি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সোহেল মিয়া প্রমুখ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এই ব্যাপারে সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, যে সহকারী কমিশনার (ভূমি) ও সদর থানার ওসির সমন্বয়ে চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয়,পরিবহনের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু নিয়ে যাওয়ার সময় ২ টি মাহেন্দ্র গাড়ী জব্দ করা হয়। ১ টির চালক আগেই পালিয়ে গেলেও আরেক চালককে আটক করা হয়। সহকারী কমিশনার ভূমি কর্তৃক ভাম্যমান আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত আইন ২০২৩)এর অধীন ৫০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও জব্দকৃত বালু যথাক্রমে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
ডিএস./






















