ডাক্তারি করার মতো নেই কোন সনদ। তবুও তিনি সিরিয়াল দিয়ে প্রতি রোগী থেকে দুইশহ টাকা করে ভিজিট নিয়ে নিয়ম করে দেখছেন রোগী। ইচ্ছেমতো লিখছেন এন্টিবায়োটিক ম্যাডিসিন। এছাড়া প্রেসক্রিপশনে নামের পূর্বে দিব্যি লিখে রেখেছেন ডাক্তার।
মঙ্গলবার ( ১৩ জানুয়ারি ) দুপুর ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীসহ কর্মকর্তারা আখাউড়া উপজেলার তন্তর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এমন চিত্র দেখতে পেয়ে নয়ন ফার্মেসী নামক একটি প্রতিষ্ঠানের মালিককে প্রতারণার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান,মিথ্যা টাইটেল ব্যাবহার করে প্রতারণা করার অপরাধে তাকে জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে। পাশাপাশি তাকে ভবিষ্যতে এ ধরনের কার্য হতে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। পরবর্তীতে একই অবস্থার যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে আইনের সর্বোচ্চ ব্যাবহার ঘটানো হবে বলেও তিনি জানান।
ডিএস./



















