বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সুস্থতা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষ্যে আজ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬। বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের প্রাক্তন মহাপরিচালক মোঃ তোফাজ্জল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক আল ফাত্তাহ মোঃ মাসউদুর রহমান, আহমেদ মাহবুব চৌধুরী, মোহাম্মদ নাজমুল ইসলাম, মোঃ সুবক্তগীন মহাব্যবস্থাপক (পূর্ব), ফরিদ আহমেদ জিএম (পশ্চিম), কালুরঘাট সেতুর পিডি আবুল কালাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মোঃ তানভিরুল ইসলাম,প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) মোহাম্মদ মাহবুবুর রহমান বিভিন্ন বিভাগীয় প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতা-কর্মী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেন।
উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক মো: আফজাল হোসেন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়ক। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের মতো একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা ও মানসিক সতেজতা বজায় রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে ক্রীড়াসুলভ আচরণ বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দীর্ঘদিনের একটি ঐতিহ্যবাহী আয়োজন। এই আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি কর্মজীবনে নতুন উদ্যম ও প্রেরণা যোগায়। তারা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন বিভাগ, ইউনিট ও অঞ্চল থেকে আগত কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করছেন। দৌড়, লং জাম্প, শর্টপুট, ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতার মাধ্যমে কর্মীদের প্রতিভা ও সক্ষমতা তুলে ধরা হচ্ছে।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী খেলোয়াড় ও উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে।
৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
ডিএস./



















