চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির মাটি কর্তনের বিরুদ্ধে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
১৫ জানুয়ারি রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বারদোনা এলাকার কুতুবপাড়ায় ৭বিএম ব্রিক ফিল্ডের পার্শ্ববর্তী স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থলে কৃষি জমির মাটি কর্তনের সুস্পষ্ট চিহ্ন পাওয়া গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান টের পেয়ে দুষ্কৃতকারীরা একটি এসকেভেটর ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় এসকেভেটরটি অকেজো করে দেওয়া হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি জমির টপ সয়েল কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অবৈধ কর্মকাণ্ড রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। অভিযানে সেনাবাহিনীর একটি টিম ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে।
ডিএস./



















