কুমিল্লার দাউদকান্দিতে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ শাখার নেতা-কর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবিরের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আগামীর বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র। তিনি আরও বলেন, আজ যারা প্রশিক্ষণ নিচ্ছেন, তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সচেতন ও প্রশিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি। কর্মশালায় রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে বিএনপির সাতটি বিশেষ পরিকল্পনা নিয়ে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে নারী উন্নয়নে বিএনপির উদ্যোগ, একটি কার্ডেই পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের তাৎক্ষণিক সেবা প্রদান ও কৃষকের ভাগ্য উন্নয়ন, সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন, নদী-খাল-বিল ও পরিবেশ রক্ষা, খতিব, ইমাম ও মোয়াজ্জেমদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন, আনন্দময় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং আধুনিক ও ক্রীড়া-সমৃদ্ধ বাংলাদেশ গঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি পারভেজ খন্দকার (কাইয়ূম) এবং কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শওকত হাসান সৈকত।
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাসেদ, সদস্য সচিব রিমন খন্দকার, গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল চৌধুরীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।



















