ফরিদপুরের সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় ফরিদপুরের সালথা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয়তাবাদী উলামা দল সালথা উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন জাতীয় নির্বাচনে ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু, নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাতব্বর হোসেন খান, সাধারন সম্পাদক খোকন হোসেন খান প্রমুখ।
আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ স্থানীয় আলেম-উলামা, বিএনপিসহ নেতৃবৃন্দ। দোয়া মাহফিল ও আলোচনা সভায় নেতৃবৃন্দ সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
ডিএস./




















