০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে গৃহবধূকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক গৃহবধূকে রাতভর সংঘবদ্ধধর্ষণের অভিযোগে বাসের চালক, হেলপারসহ চার জনের নামে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই গৃহবধু বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। এ ঘটনায় দিনাজপুর সদর উপজেলার নরদেরাই গ্রামের আব্দুর রবের ছেলে বাস চালক মো. আলতাফ (২৫), ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরহাট গ্রামের চুন্নু মাতবাবরের ছেলে বাসের হেলপার মো. সাগর (২৪) ও হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল পাগা গ্রামের আব্দুর রশিদের ছেলে বাস চালকের সহকারী মো. রাব্বিকে গ্রেপ্তার দেখানো হলেও অপরজন পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে তোলা হবে।

পুলিশ জানায়, বুধবার রাত ১১ টার দিকে সাভারের রেডিওকলোনী থেকে আশুলিয়া যাবার জন্য সাভার পরিবহনে উঠেন ওই নারী। পরে অন্যান্য যাত্রীরা বাস থেকে নামার পর ওই নারীকে জোর করে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই নারীকে রাতভর গণধর্ষন করে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকা গামী লেনের করটিয়া আন্ডার পাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় মামলা মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে পাঠানো হবে। তাদের নামে আরও কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ২০ মে রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানীরও ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিলো।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে গৃহবধূকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত : ০৪:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক গৃহবধূকে রাতভর সংঘবদ্ধধর্ষণের অভিযোগে বাসের চালক, হেলপারসহ চার জনের নামে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই গৃহবধু বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। এ ঘটনায় দিনাজপুর সদর উপজেলার নরদেরাই গ্রামের আব্দুর রবের ছেলে বাস চালক মো. আলতাফ (২৫), ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরহাট গ্রামের চুন্নু মাতবাবরের ছেলে বাসের হেলপার মো. সাগর (২৪) ও হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল পাগা গ্রামের আব্দুর রশিদের ছেলে বাস চালকের সহকারী মো. রাব্বিকে গ্রেপ্তার দেখানো হলেও অপরজন পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে তোলা হবে।

পুলিশ জানায়, বুধবার রাত ১১ টার দিকে সাভারের রেডিওকলোনী থেকে আশুলিয়া যাবার জন্য সাভার পরিবহনে উঠেন ওই নারী। পরে অন্যান্য যাত্রীরা বাস থেকে নামার পর ওই নারীকে জোর করে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই নারীকে রাতভর গণধর্ষন করে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকা গামী লেনের করটিয়া আন্ডার পাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় মামলা মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে পাঠানো হবে। তাদের নামে আরও কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ২০ মে রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানীরও ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিলো।

ডিএস./