০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সকালের হাঁটায় নেমে আর ফেরা হলো না: কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সকালে নিয়মিত হাঁটতে বের হয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক প্রবীণ শিক্ষক। নিহতের নাম কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫)।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে টঙ্গী–ভৈরব রেললাইনের নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহত কমল খ্রীষ্টফার রোজারিও কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ও স্নেহশীল শিক্ষক হিসেবে পরিচিত। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সকালের হাঁটায় নেমে আর ফেরা হলো না: কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

প্রকাশিত : ০৪:৩৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সকালে নিয়মিত হাঁটতে বের হয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক প্রবীণ শিক্ষক। নিহতের নাম কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫)।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে টঙ্গী–ভৈরব রেললাইনের নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহত কমল খ্রীষ্টফার রোজারিও কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ও স্নেহশীল শিক্ষক হিসেবে পরিচিত। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডিএস./