চট্টগ্রামের সাতকানিয়ায় আশশেফা স্কুল এন্ড কলেজ এর নতুন শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৭ জানুয়ারি শনিবার সকালে ,আশ-শেফা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হামিদ উদ্দীন আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ-শেফা স্কুল এন্ড কলেজের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল গনি । এতে বিশেষ অতিথি ছিলেন ,আশ-শেফা স্কুল এর (এম ডি) অধ্যাপক মোহাম্মদ জাহেদুল ইসলাম,( ডিএমডি) আজিজুল হক ,একাডেমিক প্রধান অধ্যাপক জয়নাল আবেদীন ,সাবেক অধ্যক্ষ আল হেরা ডিগ্রী কলেজের হারুনুর রশিদ, ও উপাধ্যক্ষ আবদুল হান্নান ।
এছাড়া অনুষ্ঠানে আহ্বায়ক সিনিয়র সহকারী শিক্ষক শওকতুল ইসলাম সহ স্কুলের সকল শিক্ষক- শিক্ষিকা এবং নবীন শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এই আয়োজনে সকল নবীন শিক্ষার্থীদের হাতে লাল গোলাফ দিয়ে পুষ্পিত অভিনন্দন জানান স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
ডিএস./




















