গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তের বিরোধিতা করায় ইউরোপের আরও ৮টি দেশের পণ্য রফতানির ওপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন।
শনিবার (১৭ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টে এ তথ্য জানান তিনি।
ট্রাম্প জানান, দেশগুলোর সকল রফতানি পণ্যের ওপর আরও ১০ শতাংশ করে শুল্ক আরোপিত হবে। এটি কার্যকর হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। আগামী জুনে এই শুল্ক বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ২৫ শতাংশতে।
তিনি বলেন, ডেনমার্কসহ ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সহায়তা ও নিরাপত্তা সুবিধা ভোগ করছে। এখন তাদের ফেরত দেয়ার সময় এসেছে।
গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া গ্রিনল্যান্ড নিতে আগ্রহী, আর ডেনমার্ক এটি রক্ষায় অক্ষম। তার দাবি, বর্তমানে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা প্রায় অস্তিত্বহীন এবং যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কিনতে না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে এই শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত।
এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বেশ কিছু ইউরোপীয় রাষ্ট্রের নেতারা। ট্রাম্পের এই ঘোষণাকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
ডিএস./





















