নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শনিবার (১৭ জানুয়ারি) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এ অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানাধীন বান্দাইপুর মোড়ে অভিযান চালায় ডিবির একটি টিম। এ সময় মাদক বিক্রির অভিযোগে মিজানুর রহমান (৪৩) কে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল (মাদক) ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিনের রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে অপর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর থানাধীন মমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খয়বার আলী (৫৫) কে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল (মাদক) ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মান্দা ও মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে নওগাঁ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। জেলা পুলিশের গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিএস./



















