চট্টগ্রামের সাতকানিয়ায় স্কুলের সামনে মারসা গাড়ির ধাক্কায় এসএসসি শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
জানা যায়,আহত শিক্ষার্থীর নাম কারিনা কালাম ঐশী । সে ধর্মপুর ইউনিয়নের তালুকদার বাড়ীর আবুল কালামের মেয়ে। ২ ভাই ২ বোনের মধ্যে পরিবারের বড় মেয়ে সে।
১৮ জানুয়ারি রোববার সকালে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মারসা গাড়িটি ওভারটেক করতে গিয়ে শিক্ষার্থীকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
এ ঘটনার পর স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন, দেড় ঘন্টা ধরে যানচলাচল বন্ধ থাকার পর সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ বিষয়ে সেনাবাহিনী মারসা গাড়ি এবং চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসেন।
স্কুলের শিক্ষিকা পবলিন সোলতানা জানান, কোচিং করার জন্য ঐশী ১০ টার দিকে স্কুলে আসার জন্য গাড়ি থেকে নামে সড়কে মারসা গাড়িটি ওভারটেক করতে গিয়ে তাকে ধাক্কা দেয়, সে সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী ।
এ বিষয়ে সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মুহাম্মদ জাবেদ জানান ,আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে , এবং চিকিৎসা চলছে। এসময় তিনি সড়কে স্পিড ব্রেকার ব্যবস্থা করা, সিগন্যাল লাইট এবং মারসা গাড়ির চালক এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান ।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাহ্ উদ্দিন বলেন, ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি, শিক্ষার্থীরা আন্দোলন করেছিল পরে পরিস্থিতি স্বাভাবিক হয় , গাড়ির চালক পলাতক রয়েছেন ,তবে মারসা চট্টমেট্রো ব ১১-১১৭৬ গাড়িটি আমরা আটক করেছি ,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
ডিএস./



















