০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

চিলিকে হারিয়ে ব্রাজিলের টানা দ্বিতীয় শিরোপা

কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্সের দ্বিতীয় আসরে ব্রাজিল চিলিকে ৬-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে। গত আসরে কলম্বিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ী হওয়া ব্রাজিল এবারও চিলির বিরুদ্ধে দুর্দান্ত এক জয় তুলে নিল।

রোববার (১৮ জানুয়ারি) সাও পাওলোর অ্যালিয়েঞ্জ পার্কে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ব্রাজিলের লেলেতি গার্সিয়া ও লিপাও পিনহেইরা দুইটি করে গোল করেন। এছাড়া কেলভিন ওলিভেইরা ও ম্যাথিউস ডিডো একটি করে গোল যোগ করেন। দর্শক প্রায় ৪১,৩১৬ জনের সামনে স্বাগতিক ব্রাজিল দ্রুতই ম্যাচে আধিপত্য বিস্তার করে। মাত্র ৮ মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথম গোল করেন লেলেতি গার্সিয়া। পরের কয়েক মিনিটের মধ্যে লিপাও পিনহেইরা এবং ম্যাথিউস ডিডো দ্রুত দুটি গোল যোগ করেন। যদিও চিলি দল ইগ্নাসিও হেরেইরা ও ম্যাথিয়াস ভিদানগোসি দুটি গোল শোধ করে ফেরার আশা দেখায়, তবে ব্রাজিল আরও তিন গোল দিয়ে ব্যবধান আরও বাড়িয়ে দেয়।

স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্ডার জেরার্ড পিকের প্রতিষ্ঠিত কিংস লিগ ফরম্যাটে শুরু হওয়া এই সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সালে যাত্রা শুরু করে এবং দ্রুতই বিশ্ব ফুটবলের এক জনপ্রিয় আয়োজনে পরিণত হয়েছে।

ব্রাজিলের এই জয়ের মাধ্যমে তারা কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্সের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের মর্যাদা বজায় রেখেছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

৯০তম জন্মবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

চিলিকে হারিয়ে ব্রাজিলের টানা দ্বিতীয় শিরোপা

প্রকাশিত : ১১:৪৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্সের দ্বিতীয় আসরে ব্রাজিল চিলিকে ৬-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে। গত আসরে কলম্বিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ী হওয়া ব্রাজিল এবারও চিলির বিরুদ্ধে দুর্দান্ত এক জয় তুলে নিল।

রোববার (১৮ জানুয়ারি) সাও পাওলোর অ্যালিয়েঞ্জ পার্কে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ব্রাজিলের লেলেতি গার্সিয়া ও লিপাও পিনহেইরা দুইটি করে গোল করেন। এছাড়া কেলভিন ওলিভেইরা ও ম্যাথিউস ডিডো একটি করে গোল যোগ করেন। দর্শক প্রায় ৪১,৩১৬ জনের সামনে স্বাগতিক ব্রাজিল দ্রুতই ম্যাচে আধিপত্য বিস্তার করে। মাত্র ৮ মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথম গোল করেন লেলেতি গার্সিয়া। পরের কয়েক মিনিটের মধ্যে লিপাও পিনহেইরা এবং ম্যাথিউস ডিডো দ্রুত দুটি গোল যোগ করেন। যদিও চিলি দল ইগ্নাসিও হেরেইরা ও ম্যাথিয়াস ভিদানগোসি দুটি গোল শোধ করে ফেরার আশা দেখায়, তবে ব্রাজিল আরও তিন গোল দিয়ে ব্যবধান আরও বাড়িয়ে দেয়।

স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্ডার জেরার্ড পিকের প্রতিষ্ঠিত কিংস লিগ ফরম্যাটে শুরু হওয়া এই সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সালে যাত্রা শুরু করে এবং দ্রুতই বিশ্ব ফুটবলের এক জনপ্রিয় আয়োজনে পরিণত হয়েছে।

ব্রাজিলের এই জয়ের মাধ্যমে তারা কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্সের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের মর্যাদা বজায় রেখেছে।

ডিএস./