০৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

কুষ্টিয়ায় মুফতি আমির হামজাকে হত্যার হুমকী অপরদিকে ছাত্রদলের মামলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া সদর আসনে উত্তাপ ছড়িয়ে পড়েছে। একটি পুরাতন বক্তব্যকে কেন্দ্র করে আমির হামজার বিরুদ্ধে ঝাড়– মিছিল ও তাকে হত্যার হুমকী অব্যাত রাখা হয়েছে অপর দিকে আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতা কুষ্টিয়ার আদালতে আমির হামজার বিচার চেয়ে মামলা দায়ের করেছেন। জামায়াতে ইসলামও গতকাল (১৯ জানুয়ারী) আমির হামজার পক্ষে এক বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিন করে। এতে করে জামায়াত ইসলাম ও বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে।

সাধারণ মানুষ ও ভোটারদের মন্তব্য এতে করে জামায়াতে ইসলাম প্রার্থী আমির হামজার জনপ্রিয়তা আরো বেরে যাচ্ছে। আমির হামজা তার ফেজবুক আইডিতে বলেছেন, আমি যদি মারা যায় তা হলে আমার দুই সন্তানকে আপনার দেখে রাখবেন। আমাকে একাধিকবার নানা ভাবে হত্যার হুমকী দেয়া হচ্ছে। এতে করে আমি শংকিত।
কুষ্টিয়ার আদালতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে একটি ফৌজদারি মামলা করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) কুষ্টিয়া কোর্টে এই অভিযোগটি দায়ের করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান চৌধুরী শিহাব।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। একইসঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গে বিদ্রুপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন এবং আগামী ১ ফেব্রæয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছেন। বাদীপরে প্রত্যাশা, তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ন্যায় বিচার পাবেন।

অন্যদিকে মামলার বিষয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত সহকারী (পিএস) আবু বকর জানান, তারা এখন পর্যন্ত আদালতের কোনো নোটিশ হাতে পাননি। নোটিশ পেলে তারা পরবর্তী আইনি পদপে গ্রহণ করব

 

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

জামালপুরে ছাত্রদলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় মুফতি আমির হামজাকে হত্যার হুমকী অপরদিকে ছাত্রদলের মামলা

প্রকাশিত : ০৫:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া সদর আসনে উত্তাপ ছড়িয়ে পড়েছে। একটি পুরাতন বক্তব্যকে কেন্দ্র করে আমির হামজার বিরুদ্ধে ঝাড়– মিছিল ও তাকে হত্যার হুমকী অব্যাত রাখা হয়েছে অপর দিকে আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতা কুষ্টিয়ার আদালতে আমির হামজার বিচার চেয়ে মামলা দায়ের করেছেন। জামায়াতে ইসলামও গতকাল (১৯ জানুয়ারী) আমির হামজার পক্ষে এক বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিন করে। এতে করে জামায়াত ইসলাম ও বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে।

সাধারণ মানুষ ও ভোটারদের মন্তব্য এতে করে জামায়াতে ইসলাম প্রার্থী আমির হামজার জনপ্রিয়তা আরো বেরে যাচ্ছে। আমির হামজা তার ফেজবুক আইডিতে বলেছেন, আমি যদি মারা যায় তা হলে আমার দুই সন্তানকে আপনার দেখে রাখবেন। আমাকে একাধিকবার নানা ভাবে হত্যার হুমকী দেয়া হচ্ছে। এতে করে আমি শংকিত।
কুষ্টিয়ার আদালতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে একটি ফৌজদারি মামলা করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) কুষ্টিয়া কোর্টে এই অভিযোগটি দায়ের করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান চৌধুরী শিহাব।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। একইসঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গে বিদ্রুপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন এবং আগামী ১ ফেব্রæয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছেন। বাদীপরে প্রত্যাশা, তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ন্যায় বিচার পাবেন।

অন্যদিকে মামলার বিষয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত সহকারী (পিএস) আবু বকর জানান, তারা এখন পর্যন্ত আদালতের কোনো নোটিশ হাতে পাননি। নোটিশ পেলে তারা পরবর্তী আইনি পদপে গ্রহণ করব

 

ডিএস./