জামালপুরে ছাত্রদলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের স্টেশন বাজার এলাকার দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি ছাত্রদলের নাম ব্যবহার করে শহরের বিভিন্ন জায়গায় কর্মসূচির নামে বিশৃঙ্খলা তৈরি করে দলের সুনাম চরমভাবে বিনষ্ট করছে একটি চক্র। এই সমস্ত কর্মকাণ্ডে জেলা ছাত্রদলের কোন সম্পৃক্ততা নেই। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন। এতে জামালপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার মাহমুদ উজ্জ্বলসহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
ডিএস./





















