০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তাকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বুধবার সকাল ৯টার পর থেকেই ঢাকায় প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিতে পারছেন প্রার্থীরা। ঢাকার ২০ আসনে লড়ছেন ১৩৭ প্রার্থী।

গত ১০ জানুয়ারি ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যাওয়ার পর আপিলের রায়ে তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। এর আগে, ৩ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। এরপরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার কথা জানান। তিনি লিখেছিলেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।

ডিএস./

 

ট্যাগ :
জনপ্রিয়

ক্যাপ্টেন আসিফের সাহসিকতায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘গ্যাস হারমোনি’

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

প্রকাশিত : ০১:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তাকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বুধবার সকাল ৯টার পর থেকেই ঢাকায় প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিতে পারছেন প্রার্থীরা। ঢাকার ২০ আসনে লড়ছেন ১৩৭ প্রার্থী।

গত ১০ জানুয়ারি ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যাওয়ার পর আপিলের রায়ে তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। এর আগে, ৩ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। এরপরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার কথা জানান। তিনি লিখেছিলেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।

ডিএস./