কুড়িগ্রামের হাড়কাঁপানো শীতে অসহায় ও দুঃস্থ পত্রিকা বিতরণকারী (হকার) দের পাশে দাঁড়িয়েছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’। কুড়িগ্রাম জেলা ইউনিটে আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ১০:৩০ মিনিটে কুড়িগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে এই কম্বল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
’সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ মূলত সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা ও সুরক্ষায় একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। মাঠ পর্যায়ের সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালনকালে কোনো প্রকার হয়রানি বা নির্যাতনের শিকার হলে এই সংগঠনটি তাদের পাশে দাঁড়ায়। পাশাপাশি আর্তমানবতার সেবা ও সামাজিক দায়বদ্ধতা থেকেও সংগঠনটি বিভিন্ন কল্যাণমূলক কাজ পরিচালনা করে থাকে।
কুড়িগ্রাম একটি নদ-নদী বেষ্টিত জেলা। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারসহ অসংখ্য নদ-নদীর কারণে এ অঞ্চলে শীতের প্রকোপ সব সময়ই বেশি থাকে। বর্তমানে জেলায় তাপমাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে নদী তীরবর্তী এলাকার মানুষ ও খোলা আকাশে কাজ করা শ্রমজীবী মানুষেরা চরম কষ্টে দিনাতিপাত করছেন। এই তীব্র শীতের মধ্যে ভোরে যারা মানুষের ঘরে ঘরে পত্রিকা পৌঁছে দেন, সেই হকারদের কষ্ট লাঘব করতেই আজকের এই আয়োজন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা ইউনিটের কমিটির নেতৃবৃন্দসহ জেলার বিশিষ্ট সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সভাপতি নূর মোহাম্মদ চৌধুরী, সহ সভাপতি ডা. জি এম ক্যাপ্টেন, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান বাবু, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আশির্বাদ রহমান, অর্থ সম্পাদক মোঃ শামসুজ্জোহা চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তফা কামাল, প্রচার সম্পাদক মোঃ মামুন সরকার, কার্যনির্বাহী সদস্য জি.এম রাশেদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আশরাফুজ্জামান এবং জান্নাতুল ফেরদৌসী(কেয়া)। মোঃ খাজা ইউনুস ইসলাম (ঈদুল) মোঃ আনোয়ার হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ রফিকুল হক, এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল কেবল সাংবাদিকদের অধিকার রক্ষায় নয়, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতেও অঙ্গীকারবদ্ধ। কুড়িগ্রাম জেলা ইউনিটের পক্ষ থেকে এ ধরণের মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
ডিএস./



















