ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার মাত্র ২ দিন আগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও তিন র্যাব সদস্য আহত হয়েছেন। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে। তারা প্রার্থী, ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা কতটুকু দিতে পারছে জনমনে এ প্রশ্ন দেখা দিয়েছে।
কয়েকদিন আগে চট্টগ্রামে গুলিবিদ্ধ হলেন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এছাড়া বিচ্ছিন্ন আরও কয়েকটি ঘটনা ঘটলো।শীর্ষ সন্ত্রাসীদের বেপরোয়া মহড়া ও অবৈধ অস্ত্রের ঝনঝনানি সুষ্ঠু নির্বাচন নিয়ে ভাবাচ্ছে প্রার্থীসহ নানা মহলকে। গত ১৬ মাসে খুন হয়েছে অন্তত ১১৮ জন। যদিও যৌথবাহিনীর নিয়ত অভিযানে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারসহ নানা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।কখনো প্রকাশ্যে আবার কখনো বা ঘটছে চোরাগোপ্তা হামলা। নির্বাচন ঘনিয়ে এলেও চট্টগ্রামে তেমন উন্নতি হচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিশেষ করে নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণসহ নানা ঘটনায় বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠা।প্রতীক বরাদ্দের পর আগামী ২২ জানুয়ারি থেকে পুরোদমে শুরু হবে অলিগলিতে প্রচার প্রচারণা। এর আগে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি প্রার্থীদের।
চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিরাপত্তার দায়িত্ব সরকারকে দিতে হবে। এখন লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন। সেটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।চট্টগ্রাম-১৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, অস্ত্রশস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় আমরা শঙ্কিত। নির্বাচনের মাঠে আর কোনো সমস্যা নেই। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে হবে।
চট্টগ্রাম-৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম বলেন, ভয়ভীতি ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। আমরা হানাহানি চাই না। আমাদের চাওয়া উৎসবমুখর পরিবেশে ভোট হবে।চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, যৌথবাহিনীর অভিযান চলছে। এ অভিযানে চিহ্নিত অপরাধী গ্রেফতার ও অস্ত্র উদ্ধার হচ্ছে। এবং নির্বাচনকে সুষ্ঠু করতে আরও কয়েকটি পরিকল্পনা নেয়া হচ্ছে।আইন শৃঙ্খলাবাহিনী জানায়, ২০২৪ সালে আগস্ট থেকে ২৫ সালের নভেম্বর পর্যন্ত গত ১৬ মাসে ১১৮টি খুনের ঘটনা ঘটেছে চট্টগ্রামে।
ডিএস./



















