শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১২ টার দিকে শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় শেরপুর জেলা রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ শাকিল আহমেদ,জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ মোঃ এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হযরত আলী প্রমুখ সহ জেলা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীগণ প্রতীক বরাদ্দ পেয়েছেন শেরপুর -১(সদর) আসনের ধানের শীষের প্রতিক বরাদ্দ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতিক বরাদ্দ পেয়েছেন মোঃ শফিকুল ইসলাম মাসুদ। শেরপুর-২(নকলা-নালিতাবাড়ী) আসনের ধানের শীষের প্রতিক বরাদ্দ পেয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। শেরপুর-৩( শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনের ধানের শীষের প্রতিক বরাদ্দ পেয়েছেন সাবেক এমপি মোঃ মাহমুদুল হক রুবেল,স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতিক বরাদ্দ পেয়েছেন মোঃ আমিনুল ইসলাম বাদশা আরও অনেকেই।জেলা প্রশাসক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিটি কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতির সার্বিক দিক ও ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, ভোটগ্রহণ কক্ষের অবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় সভা করেছেন।
ডিএস./



















