০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

ঝিনাইদহে মাদক সেবনের অপরাধে ৩ শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 190.15411;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 34;

ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি চার রাস্তার মোড় থেকে মাদক সেবনকালে তিনজনকে হাতে নাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে পবহাটি দক্ষিনপাড়া জামে মসজিদের কাজ করতে আসা ৩ শ্রমিককে মাদকসেবন করার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পৌর এলাকার মুরারিদহ গ্রামের আবু কালামের ছেলে ইয়াসিন (২২), উদয়পুর গ্রামের আব্দুর সাত্তারের ছেলে এনামুল (২৪), শৈলকূপা উপজেলার ভাটই বৃত্তিপাড়ার কাশেমের ছেলে সোহাগ (৩৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮- এর ৩৬ (৫) ধারায় তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১০০টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর অপুর্ব বিশ্বাস ও এএসআই ফরহাদ হোসেনসহ মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্য, পুলিশ সদস্য ও স্থানীয়রা।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ঝিনাইদহে মাদক সেবনের অপরাধে ৩ শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রকাশিত : ০৪:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি চার রাস্তার মোড় থেকে মাদক সেবনকালে তিনজনকে হাতে নাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে পবহাটি দক্ষিনপাড়া জামে মসজিদের কাজ করতে আসা ৩ শ্রমিককে মাদকসেবন করার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পৌর এলাকার মুরারিদহ গ্রামের আবু কালামের ছেলে ইয়াসিন (২২), উদয়পুর গ্রামের আব্দুর সাত্তারের ছেলে এনামুল (২৪), শৈলকূপা উপজেলার ভাটই বৃত্তিপাড়ার কাশেমের ছেলে সোহাগ (৩৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮- এর ৩৬ (৫) ধারায় তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১০০টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর অপুর্ব বিশ্বাস ও এএসআই ফরহাদ হোসেনসহ মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্য, পুলিশ সদস্য ও স্থানীয়রা।

ডিএস./