০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

২০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • 1

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে গেলে দশ জন সেনা নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভাদরওয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেনাদের বহনকারী গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সেনা সূত্রে বলা হয়েছে, বুলেটপ্রুফ সেনাবাহিনীর গাড়িটি মোট ১৭ জন কর্মীকে নিয়ে একটি উঁচু পোস্টের দিকে যাচ্ছিল।

পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ১০ সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং এই ঘটনায় সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সিনহা এক্স-এ বলেছেন, ‘ডোডায় এক দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনার প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা আমাদের সাহসী সেনাদের অসামান্য সেবা এবং সর্বোচ্চ ত্যাগকে সর্বদা স্মরণ করব।

শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’তিনি আরো বলেন, ‘এই গভীর শোকের মুহূর্তে, সমগ্র জাতি শোকাহত পরিবারের সঙ্গে একাত্মতা ও সমর্থনে দাঁড়িয়ে আছে। আহত ১০ জন সেনাকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

২০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

প্রকাশিত : ০৪:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে গেলে দশ জন সেনা নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভাদরওয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেনাদের বহনকারী গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সেনা সূত্রে বলা হয়েছে, বুলেটপ্রুফ সেনাবাহিনীর গাড়িটি মোট ১৭ জন কর্মীকে নিয়ে একটি উঁচু পোস্টের দিকে যাচ্ছিল।

পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ১০ সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং এই ঘটনায় সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সিনহা এক্স-এ বলেছেন, ‘ডোডায় এক দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনার প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা আমাদের সাহসী সেনাদের অসামান্য সেবা এবং সর্বোচ্চ ত্যাগকে সর্বদা স্মরণ করব।

শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’তিনি আরো বলেন, ‘এই গভীর শোকের মুহূর্তে, সমগ্র জাতি শোকাহত পরিবারের সঙ্গে একাত্মতা ও সমর্থনে দাঁড়িয়ে আছে। আহত ১০ জন সেনাকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

ডিএস./