বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা নামছে আজ। শুক্রবার (২৩ জানুয়ারি) শিরোপা নির্ধারণী মেগা ফাইনাল ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের প্রতিদ্বন্দ্বিতা করবে রাজশাহী ওয়ারিয়র্স। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এবারের আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে চট্টগ্রাম রয়্যালস। ১৩৩ রানের জবাবে খেলতে নেমে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বন্দর নগরির দলটি। অবশ্য ১০ ম্যাচে ৬ জয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে মেহেদী হাসানের দল।
তবে আরেকটি সুযোগ পেয়ে বিপিএলের হাইভোল্টেজ দ্বিতীয় কোয়ালিফায়ারে স্নায়ুচাপ সামলে দুর্দান্ত জয় তুলে শিরোপার মঞ্চে নাম লেখায় রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট টাইটানসকে ১২ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।
উল্লেখ্য, বিপিএলে একবার চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। অপরদিকে, দুবার ফাইনাল খেলা বন্দরনগরীর এখনও চ্যাম্পিয়ন হবার সুযোগ হয়নি। তাই প্রশ্ন উঠতেই পারে রাজশাহীর দ্বিতীয়, নাকি চট্টগ্রামের প্রথম? শিরোপা জয়ের জন্য অবশ্য মুখিয়ে আছে দুই দলই।
ডিএস./






















