আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সংসদীয় আসন চট্টগ্রাম-১৪ ও ১৫-এর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, সংসদ সদস্য পদপ্রার্থী ও অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, আচরণবিধি প্রতিপালন, ভোটগ্রহণ কার্যক্রমে নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন দপ্তরের সমন্বয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুন নবী, অধিনায়ক, ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান, অধিনায়ক, ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ,রূপন কুমার দাশ যুগ্ম জেলা ও দায়রা জজ ও চেয়ারম্যান, ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি, সংসদীয় আসন চট্টগ্রাম-১৫
সানজিদা আফরোজ বৃষ্টি সিভিল জজ চট্টগ্রাম,মো. আরিফুল ইসলাম সিদ্দিকী অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল চট্টগ্রাম।
এছাড়াও উপস্থিত ছিলেন খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সাতকানিয়া।মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার লোহাগাড়া ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, চট্টগ্রাম-১৫ ।মোহাম্মদ রাজিব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, চন্দনাইশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, চট্টগ্রাম-১৪;অতিরিক্ত পুলিশ সুপারগণ,সহকারী কমিশনার (ভূমি), লোহাগাড়া, চন্দনাইশ ও সাতকানিয়া; সার্কেল সহকারী পুলিশ সুপার, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ;আচরণবিধি ম্যাজিস্ট্রেট (৩ জন); সেনা ক্যাম্প কমান্ডার, লোহাগাড়া, সাতকানিয়া ও চন্দনাইশ,এনএসআই, ডিজিএফআই ও বিজিবির প্রতিনিধিগণ,
পিডিবির আবাসিক প্রকৌশলী, পল্লী বিদ্যুতের ডিজিএম, ব্যাংকের প্রতিনিধি, সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ।
ডিএস./





















