শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরীর চার দিনব্যাপী বইমেলা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(২৩ জানুয়ারি) দুপুরের দিকে শেরপুর ডিসি উদ্যানে ৪ দিনব্যাপী এই ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্তৃক আয়োজিত দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে শেরপুর ডিসি উদ্যানে ৪ দিনব্যাপী এই ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ,বিশ্বসাহিত্য কেন্দ্রর যুগ্ম পরিচালক ওভ্রাম্যমাণ বইমেলার প্রকল্প সমন্বয়কারী উজ্জ্বল হোসেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, নির্বাহী সদস্য কাজী মাসুম, সাংবাদিক মেহেদী হাসান শামীম আলমগীর হোসেন, ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈম এবং শেরপুরের কবি ও সাহিত্যিকদের মধ্যে রাবিউল ইসলাম, আশরাফ আলী চারু, হাসান সরাফাত, নরুল ইসলাম নাযীফ, শেখ ফয়জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলা প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২৫ জানুয়ারি সোমবার পর্যন্ত। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে শেরপুর জেলা প্রশাসন।
মেলার তৃতীয় দিন ২৫ জানুয়ারি রোববার আবৃত্তি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ডিএস./





















