ইতালীয় বংশোদ্ভূত মার্কিন ঔপন্যাসিক মারিও পুজোর ‘দ্য গডফাদার’ বই কিংবা সিনেমার সেই স্বপ্নের দ্বীপ সিসিলি। এবার সেই সিসিলি দ্বীপের নিসেমি শহরেই ঘটেছে ভূমিধসের ঘটনা। কয়েকদিন আগে অঞ্চলটিতে ভয়াবহ তাণ্ডব চালায় সাইক্লোন হ্যারি। একটানা প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢালের মাটি নরম হয়ে যায়। এর কিছুদিন পরই হয় ভূমিধস।
ড্রোন ফুটেজে এ দৃশ্য সুন্দর দেখালেও, স্থানীয়দের কাছে চরম অভিশাপ হয়ে নেমেছে এই প্রাকৃতিক দুর্যোগ। প্রায় চার কিলোমিটার এলাকার মাটি ধসে পড়েছে। মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা অনেকেই। দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় কাটছে দিন। ৩০ বছর আগে এমনই এক ভূমিধসের কথা স্মরণ করলেন এক স্থানীয়।
স্থানীয় প্রশাসন বলছে, ঝুঁকি এখনও কাটেনি। তাই বিপদসংকুল এলাকা থেকে প্রায় ১৫শ’ মানুষকে সরিয়ে নিয়েছেন তারা।
সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান ফাবিও চিসিলিয়ানো বলেন, একটি বিষয় নিশ্চিত। এই ভূমিধস এখনও পুরোপুরি থামেনি। আমি নিজেও মোবাইলের ক্যামেরায় ভূমিধসের ঘটনা রেকর্ড করেছি। পরিস্থিতি খুবই ভয়াবহ।
চলমান পরিস্থিতি বিবেচনা করে সিসিলি, সার্দিনিয়া ও কালাব্রিয়া এলাকায় জরুরি অবস্থা জারি করেছে ইতালির মেলোনি সরকার।
ডিএস./



















