নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় দুই সাংবাদিকের ওপর হামলার সময় ঘটনাস্থলে পুলিশ কতটুকু নিষ্ক্রিয় ছিল বা ছিল কি না তা তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
তিনি আরো জানান, ওই ঘটনায় পুলিশের কোনো গাফলতি ছিল কি না – সে বিষয়েও দেখা হচ্ছে।
সোমবার পুলিশ হেড কোয়ার্টার্সে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন এবং ঈদুল আজহার নিরাপত্তা’র বিষয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
আইজিপি বলেন, সেদিন পুলিশের ওপরেও হামলা হয়েছিল। রাজারবাগ ও মিরপুর পুলিশ লাইন্সে এবং কাফরুল থানায় হামলা হয়েছে। সাংবাদিক নির্যাতনের ঘটনায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। তারা ভিডিও ফুটেজ ও পত্রপত্রিকার তথ্য যাচাই বাছাই করে তদন্ত করবেন।
আইজিপি বলেন, রাজধানীর পাশাপাশি দেশের মহাসড়কগুলোতেও কোনোভাবে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। আ
শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ট্রাফিক সপ্তাহ পালন করছে পুলিশ। এই কর্মসূচির অংশ হিসেবে ফিটনেসবিহীন গাড়িকে ঢাকার রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না।

























