পাবনার সুজানগর উপজেলার বিল গাজনায় রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার গাজনার পূর্ব খয়রান ব্রিজ সংলগ্ন এলাকায় উক্ত মাছের পোনা অবমুক্ত করা হয়।
সুজানগর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ও ২০১৮-২০১৯ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় এ মাছের পোনা অবমুক্ত করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু।
এ সময় সুজানগর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আতিয়ার রহমান, ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্তকরণ কালে পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সারাদেশে মৎস্য চাষীদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, তাই আমাদের বিভিন্ন নদী ও জলাশয়ে মাছ চাষ করতে হবে । আর আমাদের দেশের মৎস্য চাষীরা মৎস্য চাষ করে অর্থনীতির উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০১৮-২০১৯ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় সোমবার ৩৫৭ কেজি রুই মাছের পোনা অবমুক্তকরণ করা হয় বলে সুজানগর উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়।




















