০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আশরাফুল

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মোহাম্মদ আশরাফুল। ফলে ম্যাচ অসমাপ্ত রেখেই ঢাকায় এসেছেন তিনি। সোমবার সকাল বিমানযোগে ঢাকায় পাঠানো হয় তাকে। মূলত উন্নত চিকিৎসার জন্যই জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলকে তড়িঘড়ি ঢাকায় পাঠানো হয়েছে।
চলতি জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রো ও চট্টগ্রামের মধ্যকার ম্যাচের প্রথম দিন দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় দিনে মাঠে নামতে পারেননি তিনি। জ্বর নিয়ে ড্রেসিংরুমেই বাকি সময় কাটান তিনি। এরপর রোববার চট্টগ্রামে রক্ত পরীক্ষা করান তিনি। পরীক্ষায় তার ডেঙ্গু জ্বর ধরা পরে ।
জাতীয় ক্রিকেট লিগের চলতি আসরে ঢাকা মেট্রোপলিটনের হয়ে খেলছেন আশরাফুল। এ ব্যাপারে তার দলের ম্যানেজার আমিন খান বলেন, ‘শুক্রবারই রাত থেকে আশরাফুলের জ্বর ছিল। চট্টগ্রামে ডাক্তারের পরামর্শে রক্ত পরীক্ষা করা হলে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। আজ তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানেই উন্নত চিকিৎসা দেওয়া হবে।

ট্যাগ :

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আশরাফুল

প্রকাশিত : ০৬:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মোহাম্মদ আশরাফুল। ফলে ম্যাচ অসমাপ্ত রেখেই ঢাকায় এসেছেন তিনি। সোমবার সকাল বিমানযোগে ঢাকায় পাঠানো হয় তাকে। মূলত উন্নত চিকিৎসার জন্যই জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলকে তড়িঘড়ি ঢাকায় পাঠানো হয়েছে।
চলতি জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রো ও চট্টগ্রামের মধ্যকার ম্যাচের প্রথম দিন দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় দিনে মাঠে নামতে পারেননি তিনি। জ্বর নিয়ে ড্রেসিংরুমেই বাকি সময় কাটান তিনি। এরপর রোববার চট্টগ্রামে রক্ত পরীক্ষা করান তিনি। পরীক্ষায় তার ডেঙ্গু জ্বর ধরা পরে ।
জাতীয় ক্রিকেট লিগের চলতি আসরে ঢাকা মেট্রোপলিটনের হয়ে খেলছেন আশরাফুল। এ ব্যাপারে তার দলের ম্যানেজার আমিন খান বলেন, ‘শুক্রবারই রাত থেকে আশরাফুলের জ্বর ছিল। চট্টগ্রামে ডাক্তারের পরামর্শে রক্ত পরীক্ষা করা হলে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। আজ তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানেই উন্নত চিকিৎসা দেওয়া হবে।