এশিয়ান গেমসে শক্তিশালী কাতারকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ শনিবার জাকার্তায় অনুষ্ঠিত উত্তেজনাকর ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ।
খেলার মূল সময় গোলশূন্যভাবে শেষ হয়েছিল। যোগ করা সময়ে জামাল ভূঁইয়ার গোলে ইতিহাস গড়ে বাংলাদেশ। এর আগে কখনই কাতারের মতো শক্তিশালী দলকে হারাতে পারেনি লাল সবুজের দল।
এশিয়ান গেমসে এর আগে ১৯৮২ সালে মালয়েশিয়া, ১৯৮৬ সালে নেপাল এবং ২০১৪ সালে আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

























