০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

জমে উঠেছে চামড়ার বাজার

রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচা চামড়া এখন যাচ্ছে পোস্তায়। এবার কাঁচা চামড়া বেচাকেনায় সরকারি দামের ধারের কাছে নেই। কেউ নির্ধারিত দর মানছেন না। যে যার খেয়াল খুশিমতো চামড়া কিনছেন এবং বিক্রি করছেন।

পোস্তার এক চামড়া ব্যবসায়ী গতকাল বলেন, অহন দাম পাইতাছি। দুপুরে আটটি চামড়া বিক্রি করে ৫০০ টাকা আয়ছে। অহন দু’টি বিক্রি করে ৪০০ টাকা লাভ হয়েছে। দাম ঠিক নাই। চামড়া ৯০০-১২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

ঢাকা হাইডস অ্যান্ড স্কিনের ওমর আলী জানান, চামড়ার দাম ঠিক নাই। মাত্র চামড়া আসা শুরু করেছে। সন্ধ্যার মধ্যে পুরো এলাকায় হাঁটার জায়গা থাকবে না। এ বছর চামড়ার দাম অনেক কম। বড় আকারের একটা চামড়া ১২০০-১৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।

তিনি জানান, আজ-কাল পুরান ঢাকার অনেক জায়গাতে পশু কোরবানি হবে। সেক্ষেত্রে চামড়া আসতে থাকবে আরও দুই-তিন দিন।

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

জমে উঠেছে চামড়ার বাজার

প্রকাশিত : ১১:৫৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অগাস্ট ২০১৮

রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচা চামড়া এখন যাচ্ছে পোস্তায়। এবার কাঁচা চামড়া বেচাকেনায় সরকারি দামের ধারের কাছে নেই। কেউ নির্ধারিত দর মানছেন না। যে যার খেয়াল খুশিমতো চামড়া কিনছেন এবং বিক্রি করছেন।

পোস্তার এক চামড়া ব্যবসায়ী গতকাল বলেন, অহন দাম পাইতাছি। দুপুরে আটটি চামড়া বিক্রি করে ৫০০ টাকা আয়ছে। অহন দু’টি বিক্রি করে ৪০০ টাকা লাভ হয়েছে। দাম ঠিক নাই। চামড়া ৯০০-১২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

ঢাকা হাইডস অ্যান্ড স্কিনের ওমর আলী জানান, চামড়ার দাম ঠিক নাই। মাত্র চামড়া আসা শুরু করেছে। সন্ধ্যার মধ্যে পুরো এলাকায় হাঁটার জায়গা থাকবে না। এ বছর চামড়ার দাম অনেক কম। বড় আকারের একটা চামড়া ১২০০-১৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।

তিনি জানান, আজ-কাল পুরান ঢাকার অনেক জায়গাতে পশু কোরবানি হবে। সেক্ষেত্রে চামড়া আসতে থাকবে আরও দুই-তিন দিন।