০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

সড়ক দুর্ঘটনার কারণ তদন্তে ১০ সদস্যের কমিটি গঠন

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ওই কমিটি তদন্ত প্রতিবেদন দিবে। প্রতিবেদন অনুযায়ী ‘বাস্তবসম্মত’ পদক্ষেপ নেয়া হবে।

রবিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ইন্টারসেকশনের আলোকবাতি উদ্বোধন শেষে এসব কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কমিটিতে সাংবাদিক এবং সড়ক বিশেষজ্ঞরা আছেন জানিয়ে মন্ত্রী বলেন, লেগুনাতেও সড়ক দুর্ঘটনা ঘটছে। এগুলো ইদানিং বেড়ে গেছে। এই উপদ্রব আমাদের থামাতে হবে। এগুলোর যেন পুনরাবৃত্তি না হয় এবং সড়কে মানুষের মৃত্যুর মিছিল থামাতে তদন্ত কমিটি কাজ করছে।

বিএনপির উদ্দেশ্যে কাদের বলেন, গণতন্ত্রের কথা বলে তারা যদি ২০১৮ সালকে ২০১৪ সাল মনে করে তাহলে মারাত্মক ভুল করবে। এছাড়া এবার যদি সন্ত্রাস ও সহিংসতা হয়, তাহলে দেশের মানুষই তা প্রতিরোধ করবে।

সড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সাথে সড়ক বিভাগের উধ্বর্তন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সংসদ সদস্য ডা. এনাম ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

সড়ক দুর্ঘটনার কারণ তদন্তে ১০ সদস্যের কমিটি গঠন

প্রকাশিত : ০৪:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ওই কমিটি তদন্ত প্রতিবেদন দিবে। প্রতিবেদন অনুযায়ী ‘বাস্তবসম্মত’ পদক্ষেপ নেয়া হবে।

রবিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ইন্টারসেকশনের আলোকবাতি উদ্বোধন শেষে এসব কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কমিটিতে সাংবাদিক এবং সড়ক বিশেষজ্ঞরা আছেন জানিয়ে মন্ত্রী বলেন, লেগুনাতেও সড়ক দুর্ঘটনা ঘটছে। এগুলো ইদানিং বেড়ে গেছে। এই উপদ্রব আমাদের থামাতে হবে। এগুলোর যেন পুনরাবৃত্তি না হয় এবং সড়কে মানুষের মৃত্যুর মিছিল থামাতে তদন্ত কমিটি কাজ করছে।

বিএনপির উদ্দেশ্যে কাদের বলেন, গণতন্ত্রের কথা বলে তারা যদি ২০১৮ সালকে ২০১৪ সাল মনে করে তাহলে মারাত্মক ভুল করবে। এছাড়া এবার যদি সন্ত্রাস ও সহিংসতা হয়, তাহলে দেশের মানুষই তা প্রতিরোধ করবে।

সড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সাথে সড়ক বিভাগের উধ্বর্তন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সংসদ সদস্য ডা. এনাম ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।