মিয়ানমারের রাখাইনের মুসলিমদের ওপর ‘ঘৃণ্য জাতিগত নিধনে’ জড়িতদের বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শনিবার রাখাইনের গণহত্যার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বিবৃতিতে এ কথা জানান পম্পেও। খবর রয়টার্সের।
পম্পেও বলেন, ‘এক বছর আগে সন্ত্রাসী আক্রমণের জবাবে ঘৃণ্য জাতিগত নিধন চালায় বার্মার নিরাপত্তা বাহিনী।’
বার্মায় গণতন্ত্রকে সফল করতে দেশটির সেনাবাহিনীকে অবশ্যই মানবাধিকারের প্রতি সম্মান জানাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
























