১০:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

গাজীপুরে ব্যবসায়ী হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড

গাজীপুরে ব্যবসায়ী মিলন ভূইয়া হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এসময় একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মামলা থেকে অন্য দুইজনকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার সকালে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক ওই রায় দেন। রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে পারভেজ, মোহাম্মদ আলী হোসেন ওরফে হোসেন আলী ও মোহাম্মদ আলী ওরফে ছোট আলী। এদের মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন।

এছাড়া একই মামলায় মো. মাসুম ওরফে মামা মাসুমকে পাঁচ বছরের কারাদণ্ড এবং মো. এনামুল হক ও শামসুল হককে খালাস দেয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৬ ফেরুয়ারি সন্ধ্যা ৭টায় ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের ২০০ গজের উত্তর-পশ্চিমে রাজেন্দ্রপুর এলাকায় মিলন ভূইয়াকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি সেন্টারিংয়ের মালামাল ভাড়া দেয়ার ব্যবসা করতেন।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

গাজীপুরে ব্যবসায়ী হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত : ১২:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮

গাজীপুরে ব্যবসায়ী মিলন ভূইয়া হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এসময় একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মামলা থেকে অন্য দুইজনকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার সকালে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক ওই রায় দেন। রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে পারভেজ, মোহাম্মদ আলী হোসেন ওরফে হোসেন আলী ও মোহাম্মদ আলী ওরফে ছোট আলী। এদের মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন।

এছাড়া একই মামলায় মো. মাসুম ওরফে মামা মাসুমকে পাঁচ বছরের কারাদণ্ড এবং মো. এনামুল হক ও শামসুল হককে খালাস দেয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৬ ফেরুয়ারি সন্ধ্যা ৭টায় ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের ২০০ গজের উত্তর-পশ্চিমে রাজেন্দ্রপুর এলাকায় মিলন ভূইয়াকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি সেন্টারিংয়ের মালামাল ভাড়া দেয়ার ব্যবসা করতেন।