টানা জয়ের মধ্যে থাকা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আজ যখন মাঠে নামবে, সেইসময় তাদের কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে। শিরোপাধারী বার্সেলোনা মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। রিয়ালের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও, ভ্যালেন্সিয়া মুখোমুখি হচ্ছে রিয়াল বেটিসের। এদের তুলনায় সহজ প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদের।
বার্সেলোনা ও রিয়াল লা লিগা শুরুর পর তিন খেলাতেই জয় পেয়েছে। তবে তাদের জয়ের ধারায় ছেদ ঘটাতে পুরো চেষ্টাই চালাবে স্পেনের বাস্ক প্রদেশের দুই দল সোসিয়েদাদ এবং বিলবাও। গত এক দশকে এই দুই দলের মাঠে বার্সা-রিয়ালের পরিসংখ্যান সবচেয়ে বাজে।
গত মৌসুমে বিলবাওয়ের মাঠে গোলশূন্য ড্র করে শিরোপার দৌড় থেকে দূরে ছিটকে গিয়েছিলো কোচ জিনেদিন জিদানের রিয়াল। ২০১৩ সালে স্টেডিয়ামটি তৈরির পর এখানে খেলতে এসে মাত্র দু‘বার জয় নিয়ে ফিরতে পেরেছিলো তারা। গেটাফে, জিরোনা আর লেগানেসের বিপক্ষে সহজ জয় পাওয়া কোচ হুলেন লোপেতেগুইয়ের রিয়ালের জন্য তাই বড় পরীক্ষাই অপেক্ষা করছে আজ।
বার্সা গত তিন ম্যাচে জয়ের পাশাপাশি প্রতিপক্ষের জালে জড়িয়েছে ১২ গোল। কিন্তু সোসিয়েদাদের মাঠে শেষ আটটি লিগ ম্যাচে কাতালান ক্লাবটি জিতেছে কেবল এক খেলায়। সে জয়টি শেষ মৌসুমে হলেও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে কোচ আর্নেস্তো ভালভার্দের দলকে।
স্টেডিয়ামের পুনঃনির্মাণ শেষ হবার পরে এই ম্যাচেই প্রথমবারের মতো নিজের মাঠে খেলতে নামবে সোসিয়েদাদ। আগের মাঠটির চারপাশে অ্যাথলেটিক্স ট্র্যাক ছিলো যা সরিয়ে ফেলে এখন গ্যালারিকে নিয়ে আসা হয়েছে আরও কাছে। পাশাপাশি বসেছে নতুন পিচ। এক ম্যাচ আগেও ভায়াদোলিদের মাঠে নতুন বসানো পিচে খেলে এসেছেন মেসিরা। সেবার জয় পেলেও তিক্ত অভিজ্ঞতা নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাদের। সোসিয়েদাদের মাঠে ব্যতিক্রম কিছুরই প্রত্যাশা থাকবে ভালভার্দের দলের।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর প্রায়ই খেলোয়াড়দের ক্লান্তিজনিত সমস্যার মুখোমুখি হতে হয় বার্সেলোনাকে। তবে এবার জাতীয় দল থেকে সাময়িক বিরতি নেবার কারণে বিশ্রাম পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। জাতীয় দল থেকে বিরতি নেবার কারণে খেলতে হয়নি ডিফেন্ডার জেরার্ড পিকেকে। অন্যদিকে দলে ডাক না পাওয়ার কারণে খেলেননি লেফটব্যাক জর্দি আলবাও। দলের মূল তিন খেলোয়াড়ের বিশ্রামের কারণে এবার তেমন সমস্যার মুখোমুখি নাও হতে পারে বার্সা।
অন্যদিকে এই বিরতিতে রিয়ালের খেলোয়াড়রা বেশ ব্যস্ত সময়ই কাটিয়েছেন। ক্রোয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে স্পেন দলে ছিলেন ছয়জন রিয়াল খেলোয়াড়। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া দলেও ছিলেন লুকা মদ্রিচের মতো মাদ্রিদ তারকা। ওয়েলসের হয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন গ্যারেথ বেলও।
রিয়ালের জন্য স্বস্তির খবর হতে পারে আন্তর্জাতিক ম্যাচগুলোয় মার্কো অ্যাসেন্সিও, গ্যারেথ বেল, ইস্কোদের ফর্ম। তাদের এই দুর্দান্ত ছন্দে ভর করেই নিশ্চয়ই বিলবাও-বাঁধা পার করতে চাইবে লোপেতেগুইয়ের দল।
দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে এইবারকে আতিথ্য দেবে অ্যাটলেটিকো। অন্যদিকে রিয়াল বেতিসের বিপক্ষে জিতে নিজেদের বাজে ফর্মকে পেছনে ফেলার লক্ষ্যে নামবে গেলবার সেরা চার নিশ্চিত করা ভ্যালেন্সিয়া।























