দুর্নীতিসহ ১১টি অভিযোগ মাথায় নিয়ে বিদেশে থাকা প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) সদ্য প্রকাশিত বইকে ‘অসত্য, বানোয়াট ও মোটিভেটেড’ বলে মন্তব্য করেছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন।
শনিবার বার কাউন্সিল ভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর এ সদস্য।
বিদেশে বসে ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে আত্মজীবনীমূলক বই লিখেছেন বিচারপতি এস কে সিনহা।
২০১৭ সালের ১৪ অক্টোবর দেশ ছেড়ে যাওয়া প্রাক্তন এই প্রধান বিচারপতি তার বইয়ে দাবি করেন, তিনি ‘হুমকির মুখে’ দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, মো. কবির উদ্দিন ভূঁইয়া, পারভেজ আলম খান প্রমূখ।
ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে একের পর এক চমক সৃষ্টি করা হচ্ছে। সর্বশেষ যেটা দেখলাম আমাদের সাবেক প্রধান বিচারপতির একটি বইয়ের ব্যাপার নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্ট বারে একটি সংবাদ সম্মেলন হয়েছে।
তিনি বলেন, ‘ব্রোকেন ড্রিমস এমন একটি সময়ে লিখেছেন, কয়েক দিন আগে সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন তিনি একটি মত বিনিময় সভা করেছেন সুপ্রিম কোর্ট বারের অডিটোরিয়ামে। সেখানে কিন্তু বলে ফেলেছিলেন এস কে সিনহা তথ্য নিয়ে আসছেন অল্প দিনের মধ্যে। তার মানে তাদের সাথে একটা আগাম যোগাযোগ ছিলো। বই বের হবে। সেই জন্য দেখেন তারপরে বই বের করে দিয়েছে।’
সুপ্রিম কোর্ট বারের এ সাবেক সভাপতি আরও বলেন, ‘সিনহা সাহেব যখন প্রধান বিচারপতি ছিলেন তখন আমি সুপ্রিম কোর্ট বারের সভাপতি ছিলাম। আমার তার সঙ্গে উঠাবসার সুযোগ হয়েছে। আমি যতটুকু জানি উনি যে কথাগুলো বলেছেন, তিনি অসুস্থ না তাকে জোর করে অসুস্থ বানানো হয়েছে। এগুলো কখনো কোনো সময় আমাদের কাছে.. উনি কথাগুলো বলতে পারতেন। বার অ্যান্ড বেঞ্চ কাছাকাছি। একে অপরের পরিপূরক। কিন্তু বলেননি। কিন্তু বাইরে গিয়ে তিনি যে বইটি লিখেছেন তার ভেতরে যে তথ্যগুলো লিখেছেন এগুলো অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত। এমন একটি সময়ে বই লিখেছেন উনি যাওয়ার প্রায় এক বছর পরে। এতদিন পরে একটি বই বের করেছেন ধুম্রজাল সৃষ্টি করার জন্য চমক সৃষ্টি করার জন্য।’
একটা দল বা গোষ্ঠীকে নির্বোচনের আগে হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য এই বই বের করা হয়েছে বলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনের আগে ধুম্রজাল ছড়ানোর জন্য এটা অসত্য এবং বানোয়াট উদ্দেশ্যেপ্রণোদিত। মূলত বলতে চাচ্ছি মোটিভেটেড। তিনি বিদেশে গিয়ে কি করেছেন হয়তো সে তথ্য উপাত্ত এখন বেরিয়ে আসবে। ডকুমেন্টারি, দালিলিকভাবে।
বইটি নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্ট বারসমিতির সংবাদ সম্মেলন সম্পর্কে ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, এটা নিয়ে সুপ্রিমকোর্ট বারের সংবাদ সম্মেলন করা সঠিক হয়নি।


























