০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ওয়ানডেতে পাঁচ হাজারি ক্লাবে মুশফিক

ওয়ানডে ক্রিকেটে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ৫ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

আজ রবিবার আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে এই কীর্তি গড়েছেন মুশফিক। ইনিংসের ১১তম ওভারের দ্বিতীয় বলে আফগান পেসার গুলবদিন নাইবের বলে চার মেরে ৫ হাজার রান পূর্ণ করেছেন তিনি।

শুধু ওয়ানডে ক্রিকেটেই নয়, টেস্টেও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের হয়ে ৬২টি টেস্ট ম্যাচ খেলে পাঁচটি সেঞ্চুরি এবং ১৯টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৬৯৯ রান সংগ্রহ করেছেন মুশফিক।

টেস্ট ক্রিকেটের রান সংগ্রহের দিক থেকে শীর্ষে রয়েছেন তামিম ইকবাল। ৫৬ টেস্টে তামিমের সংগ্রহ আট সেঞ্চুরিতে ৪ হাজার ৪৯ রান। টেস্টে রান সংগ্রহের দিক থেকে দেশে দ্বিতীয় মুশফিক। ৩ হাজার ৬৯২ রান নিয়ে তিনে সাকিব।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

ওয়ানডেতে পাঁচ হাজারি ক্লাবে মুশফিক

প্রকাশিত : ০৭:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮

ওয়ানডে ক্রিকেটে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ৫ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

আজ রবিবার আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে এই কীর্তি গড়েছেন মুশফিক। ইনিংসের ১১তম ওভারের দ্বিতীয় বলে আফগান পেসার গুলবদিন নাইবের বলে চার মেরে ৫ হাজার রান পূর্ণ করেছেন তিনি।

শুধু ওয়ানডে ক্রিকেটেই নয়, টেস্টেও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের হয়ে ৬২টি টেস্ট ম্যাচ খেলে পাঁচটি সেঞ্চুরি এবং ১৯টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৬৯৯ রান সংগ্রহ করেছেন মুশফিক।

টেস্ট ক্রিকেটের রান সংগ্রহের দিক থেকে শীর্ষে রয়েছেন তামিম ইকবাল। ৫৬ টেস্টে তামিমের সংগ্রহ আট সেঞ্চুরিতে ৪ হাজার ৪৯ রান। টেস্টে রান সংগ্রহের দিক থেকে দেশে দ্বিতীয় মুশফিক। ৩ হাজার ৬৯২ রান নিয়ে তিনে সাকিব।

বিবি/এসআর