“মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে মীনা দিবস উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুনুর রশিদ প্রমুখ।
বিবি/ইএম


























