বিদায়ী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে দেশের শেয়ারবাজার নেতিবাচক প্রবণতার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। নেতিবাচক প্রবণতায়ও শেয়ারবাজারে বিনিয়োগের আগ্রহ বেড়েছে নতুন বিনিয়োগকারীদের। শেয়ারবাজারে বিনিয়োগের জন্য সেপ্টেম্বর মাসে ৩৬ হাজার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছে নতুন বিনিয়োগকারীরা।
সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সেপ্টেম্বর মাসে নতুন বিনিয়োগকারীরা বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছে ৩৬ হাজার ২০৭ জন। এর ফলে সেপ্টেম্বর শেষে মোট বিও হিসাব দাঁড়িয়েছে ২৬ লাখ ৯৫ হাজার ৫১০টি। আগস্ট মাসের শেষ দিন বিও হিসাব ছিল ২৬ লাখ ৫৯ হাজার ৩০৩টি।
মোট ২৬ লাখ ৯৫ হাজার ৫১০টি বিও হিসাবের মধ্যে পুরুষ রয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ৯৪২ জন এবং নারী রয়েছে ৭ লাখ ১৫ হাজার ৪৬৩ জন। আগস্ট মাসে পুরুষ বিও হিসাব ছিল ১৯ লাখ ৪১ হাজার ১৪২টি এবং নারী বিও হিসাব ছিল ৭ লাখ ০৬ হাজার ১৮৭টি। অর্থাৎ সেপ্টেম্বর মাসে পুরুষ বিও বেড়েছে ২৬ হাজার ৮০০টি ও নারী বিও বেড়েছে ৯ হাজার ২৭৬টি।
সেপ্টেম্বর মাসে কোম্পানি বিনিয়োগকারী বা কোম্পানি বিও ১৩১টি বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১০৫টিতে। আগস্ট শেষ দিন কোম্পানি বিও ছিল ১১ হাজার ৯৭৪টি।
এ সময়ে দেশে অবস্থানকারীরা বিনিয়োগকারীরা ৩৫ হাজার ৪০৩টি বিও হিসাব খুলেছে। যার কারণে সেপ্টেম্বরের শেষ দিন দেশে অবস্থানকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ২৫ লাখ ২৬ হাজার ৯৯৪টি। আগস্ট মাসের শেষ দিন এ সংখ্যা ছিল ২৪ লাখ ৯১ হাজার ৫৯১টি।
আর দেশের বাহির অবস্থানরতরা সেপ্টেম্বরে ৬৭৩টি বিও হিসাব খুলেছে। যার কারণে সেপ্টেম্বরের শেষ দিন বিদেশী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪১১টি। আগস্ট মাসের শেষ দিন এ সংখ্যা ছিল ১ লাখ ৫৫ হাজার ৭৩৮টি।
বিবি/জেজে

























