সোমবার (০১ অক্টোবর) সামান্য উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন ডিএসইতে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। টাকার পরিমাণে লেনদেনও আগের দিন থেকে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ৫৫০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৪ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৫১৬ কোটি টাকার।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৬৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৪০ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমেছে।
এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে ১৮৩টি বা ৫৪.৩০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১১৭টি বা ৩৪.৭১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি বা ১০.৯৭ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইফাদ অটোসের। এ দিন কোম্পানির ৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের ৪৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার।
লেনদেনে এরপর রয়েছে- এসকে ট্রিমস, বিবিএস কেবলস, ইনটেক, মুন্নু সিরামিক, একটিভ ফাইন, বসুন্ধরা পেপার ও অলিম্পিক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৫৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৪ প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। সিএসইতে আজ মোট ৩০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিবি/জেজে

























