০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

‘২০২১ সালের মধ্যে কলম্বিয়ায় বাস করবে ভেনিজুয়েলার ৪০ লাখ অভিবাসী’

কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী কার্লোস হোলমেস ট্রুজিলো মঙ্গলবার বলেছেন, সমাজতান্ত্রিক দেশ ভেনিজুয়েলার পরিস্থিতি অবনতি হলে ২০২১ সালের মধ্যে প্রায় ৪০ লাখ অভিবাসী কলম্বিয়ায় বসবাস করার জন্য আসতে পারে। এ জন্য প্রায় ৯ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

এদিকে গোটা অঞ্চল জুড়ে ভেনিজুয়েলায় খাদ্য, ওষুধের অভাব এবং গভীর অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টা চলছে। এরই মধ্যে অনেক অভিবাসী কলম্বিয়ায় বসতি স্থাপন করেছে। এ দেশটির সঙ্গে ভেনিজুয়েলার পূর্ব সীমানা একটি ছদ্মবেশী অংশ হয়ে আছে।

ইতোমধ্যে ভেনিজুয়েলা থেকে আসা প্রায় ১০ লাখ অভিবাসী কলম্বিয়ায় বসবাস করছে। বর্তমানে ভেনিজুয়েলায় জনসংখ্যা প্রায় পাঁচ কোটি। গত সপ্তাহে কলম্বিয়ার সরকার বলেছে, দেশটির অধিবাসীদের জন্য মোট খরচের দশমিক পাঁচ শতাংশ মোট দেশি পণ্যের মধ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামোতে অভিবাসীদের জন্য ব্যয় হতে পারে।

বোগোতা শহরে অভিবাসী বিষয়ক এক ফোরামে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতির কারণে সতর্ক হয়ে আমাদের ভেনিজুয়েলা থেকে কলম্বিয়াতে আসতে পারে এমন ৪০ লাখ অভিবাসী বিষয়ে কথা বলতে হচ্ছে। এ পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে সরকারি একটি গবেষণা প্রতিবেদন আগামী সপ্তাহে প্রকাশিত হবে। এ অবস্থা মোকাবিলা করতে আমাদের প্রয়োজন হবে প্রায় ৮.৮৭ বিলিয়ন ডলার ।

ট্যাগ :
জনপ্রিয়

শহীদ জহির রায়হান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

‘২০২১ সালের মধ্যে কলম্বিয়ায় বাস করবে ভেনিজুয়েলার ৪০ লাখ অভিবাসী’

প্রকাশিত : ০৩:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮

কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী কার্লোস হোলমেস ট্রুজিলো মঙ্গলবার বলেছেন, সমাজতান্ত্রিক দেশ ভেনিজুয়েলার পরিস্থিতি অবনতি হলে ২০২১ সালের মধ্যে প্রায় ৪০ লাখ অভিবাসী কলম্বিয়ায় বসবাস করার জন্য আসতে পারে। এ জন্য প্রায় ৯ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

এদিকে গোটা অঞ্চল জুড়ে ভেনিজুয়েলায় খাদ্য, ওষুধের অভাব এবং গভীর অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টা চলছে। এরই মধ্যে অনেক অভিবাসী কলম্বিয়ায় বসতি স্থাপন করেছে। এ দেশটির সঙ্গে ভেনিজুয়েলার পূর্ব সীমানা একটি ছদ্মবেশী অংশ হয়ে আছে।

ইতোমধ্যে ভেনিজুয়েলা থেকে আসা প্রায় ১০ লাখ অভিবাসী কলম্বিয়ায় বসবাস করছে। বর্তমানে ভেনিজুয়েলায় জনসংখ্যা প্রায় পাঁচ কোটি। গত সপ্তাহে কলম্বিয়ার সরকার বলেছে, দেশটির অধিবাসীদের জন্য মোট খরচের দশমিক পাঁচ শতাংশ মোট দেশি পণ্যের মধ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামোতে অভিবাসীদের জন্য ব্যয় হতে পারে।

বোগোতা শহরে অভিবাসী বিষয়ক এক ফোরামে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতির কারণে সতর্ক হয়ে আমাদের ভেনিজুয়েলা থেকে কলম্বিয়াতে আসতে পারে এমন ৪০ লাখ অভিবাসী বিষয়ে কথা বলতে হচ্ছে। এ পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে সরকারি একটি গবেষণা প্রতিবেদন আগামী সপ্তাহে প্রকাশিত হবে। এ অবস্থা মোকাবিলা করতে আমাদের প্রয়োজন হবে প্রায় ৮.৮৭ বিলিয়ন ডলার ।