০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

‘আগামীকাল পিডিপির মামলার শুনানী’

বৃহস্পতিবার ২৫ অক্টবর প্রগতিশীল গনতান্ত্রিক দল পিডিপি-র মামলার শুনানী। জানাযায়, গত ২০১৭ সালে হাইকোটের ১৭ নং কোটে পিডিপির মহাসচিব এহসানুল হক সেলিম নির্বাচন কমিশন ও পিডিপি-র একাংশকে বিবাদী করে একটি রিটপিটিশন মামলা দায়ের করেন, যার মামলা নং ১২৭৩৫/২০১৭।

মামলাটির শুনানী আনতে বাদীর পক্ষে রুল হয়। পরবর্তীতে হাইকোটের ৬নং আদালতে মে মাস থেকে ৩ বারই শুনানীর জন্য দিন ধার্য্য ছিল, এ বিষয়ে দলের কয়েকজন নেতা বলেন,অজ্ঞাত কারনে বাদীর আইনজীবি ড. ইনুস আলী আকন্দ আদালতে হাজির না থাকায় দীর্ঘ দিন মামলাটি শুনানী হয়নি। গতকাল বাদী নিজে মামলাটি পূনরায় ৬নং কোটে এসটিপি আইটেম নং ৭০ ক্রমিকে লিস্টে আনে।  বুধবার বিচারপতি সেখ হাসান আরিফ ও রাজিক-আল-জলিল এর বেঞ্চে বাদীর পক্ষে পিডিপির সমাজ কল্যান সম্পাদক মাকছুদ আলম চৌধুরী শুনাণী করেন। উক্ত শুনানী শেষে মহামান্য বিচারক ২৫ অক্টবর ২০১৮ইং শুনানীর দিন ধার্য্য করেন। এখন জনমনে প্রশ্ন জেগেছে বাঘ প্রতিক নিয়ে নির্বাচন কারা করবে জনাব মাকছুদ আলম চৌধুরীকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আদালতের উর্দ্ধে কেউ নয়,আদালত যেই সিদ্ধান্ত দিবেন আমরা তাই মেনে নিব আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

‘আগামীকাল পিডিপির মামলার শুনানী’

প্রকাশিত : ০৬:০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮

বৃহস্পতিবার ২৫ অক্টবর প্রগতিশীল গনতান্ত্রিক দল পিডিপি-র মামলার শুনানী। জানাযায়, গত ২০১৭ সালে হাইকোটের ১৭ নং কোটে পিডিপির মহাসচিব এহসানুল হক সেলিম নির্বাচন কমিশন ও পিডিপি-র একাংশকে বিবাদী করে একটি রিটপিটিশন মামলা দায়ের করেন, যার মামলা নং ১২৭৩৫/২০১৭।

মামলাটির শুনানী আনতে বাদীর পক্ষে রুল হয়। পরবর্তীতে হাইকোটের ৬নং আদালতে মে মাস থেকে ৩ বারই শুনানীর জন্য দিন ধার্য্য ছিল, এ বিষয়ে দলের কয়েকজন নেতা বলেন,অজ্ঞাত কারনে বাদীর আইনজীবি ড. ইনুস আলী আকন্দ আদালতে হাজির না থাকায় দীর্ঘ দিন মামলাটি শুনানী হয়নি। গতকাল বাদী নিজে মামলাটি পূনরায় ৬নং কোটে এসটিপি আইটেম নং ৭০ ক্রমিকে লিস্টে আনে।  বুধবার বিচারপতি সেখ হাসান আরিফ ও রাজিক-আল-জলিল এর বেঞ্চে বাদীর পক্ষে পিডিপির সমাজ কল্যান সম্পাদক মাকছুদ আলম চৌধুরী শুনাণী করেন। উক্ত শুনানী শেষে মহামান্য বিচারক ২৫ অক্টবর ২০১৮ইং শুনানীর দিন ধার্য্য করেন। এখন জনমনে প্রশ্ন জেগেছে বাঘ প্রতিক নিয়ে নির্বাচন কারা করবে জনাব মাকছুদ আলম চৌধুরীকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আদালতের উর্দ্ধে কেউ নয়,আদালত যেই সিদ্ধান্ত দিবেন আমরা তাই মেনে নিব আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল।

বিবি/ ইএম