শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৩ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এসব কোম্পানির মধ্যে ২৮টির লভ্যাংশ সংক্রান্ত এবং ৫টি কোম্পানি প্রান্তিক ঘোষণা সংক্রান্ত সভা করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, যেসব কোম্পানি লভ্যাংশ সংক্রান্ত সভা করবে তাদের মধ্যে জিপিএইচ ইস্পাতের সকাল ১০টায়, বারাকা পাওয়ারের বিকাল সাড়ে ৪টায়, সুহৃদের সন্ধ্যা ৬টায়, গোল্ডেন হার্ভেস্টের বিকাল সাড়ে ৪টায়, ড্যাফোডিল কম্পিউটার্সের বিকাল সাড়ে ৩টায়, রেনেটার দুপুর ১২টায়, ন্যাশনাল পলিমারের বিকাল ৩টায়, অলটেক্সের বিকাল ৩টায়, জাহিন স্পিনিংয়ের বিকাল ৩টায়, সাইফ পাওয়ারটেকের সকাল ১০টায়, সিমটেক্সের সকাল সাড়ে ১০টায়, এপেক্স স্পিনিংয়ের বিকাল ৩টায়, এপেক্স ফুডসের বিকাল ৪টায়, প্যাসিফিক ডেনিমসের বিকাল সাড়ে ৪টায়, ফার কেমিক্যালের বিকাল ৩টায়, এস আলম কোল্ড রোল্ড স্টিলের বেলা ১১টায়, এম এল ডাইংয়ের বিকাল ৪টায়, ভিএফএস থ্রেড ডাইংয়ের বিকাল সাড়ে ৩টায়, প্রিমিয়ার সিমেন্টের বিকাল ৪টায়, শাশা ডেনিমসের বিকাল সাড়ে ৩টায়, আল-হাজ্ব টেক্সটাইলের বেলা ১১টায়, এএফসি এগ্রোর বেলা ১১টায়, একটিভ ফাইনের সকাল ১০টায়, বেঙ্গল উইন্ডসোর থার্মো প্লাস্টিকের বিকাল সাড়ে ৩টায়, রংপুর ফাউন্ড্রির বিকাল ৪টায়, মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের বিকাল সাড়ে ৩টায়, স্ট্যান্ডার্ড সিরামিক বেলা ১১টায় এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
যে কোম্পানিগুলো প্রান্তিক সংক্রান্ত সভা করবে তাদের মধ্যে এপেক্স ফুডসের বিকাল সাড়ে ৪টায়, এপেক্স স্পিনিংয়ের বিকাল সাড়ে ৩টায়, ইস্টার্ন ব্যাংকের দুপুর ১২টায়, স্যোসাল ইসলামী ব্যাংকের বেলা ১১টায় এবং সিভিও পেট্রোকেমিক্যালের বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
বিবি/জেজে

























