১০:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

নিজ শহর দিল্লিতে ফেরা হল না সুনেজার

ফিরতে চেয়েছিলেন নিজের দেশে। নিজের শহরে পরিবারের সঙ্গে থেকে কাজ করতেও চেয়েছিলেন। কয়েকটি ভারতীয় বিমান সংস্থার সঙ্গে কথাবার্তাও এগিয়েছিল। কিন্তু সেই ফেরা আর হলো না। তার আগেই ইন্দোনেশিয়ায় সলিল সমাধি হল দিল্লির ক্যাপ্টেন ভাবেয়া সুনেজার। বিমান দুর্ঘটনায় মারা গেলেন দিল্লির ময়ূর বিহার এলাকার দক্ষ পাইলট সুনেজা। ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের দুর্ঘটনায় বিমানের ১৮৯ জনের মতো একই পরিণতি ক্যাপ্টেন সুনেজারও। খবর আনন্দবাজার পত্রিকার

সোমবার সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা বিমানবন্দর ছাড়ার ১৩ মিনিটের মধ্যেই মাঝ সমুদ্রে ভেঙে পড়ে লায়ন এয়ারের যাত্রীবাহী বোয়িং ৭৩৭ বিমানটি। কেবিন ক্রু ও যাত্রী মিলিয়ে ১৮৯ জনের কেউই আর বেঁচে নেই বলেই মনে করছেন উদ্ধারকারীরা। দুর্ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের বেশ কিছু সামগ্রী উদ্ধার করলেও এখনো বিমানের ভগ্নাবশেষের সন্ধান মেলেনি। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মৃতদেহও।

এই বিমানেরই ক্যাপ্টেন ছিলেন ভাবেয়া সুনেজা। ভারতীয় একটি বিমান সংস্থার এক পদস্থ কর্তা সংবাদ মাধ্যমে বলেন, এই জুলাই মাসেই ওর সঙ্গে কথা হয়েছিল। খুবই অমায়িক ছিলেন সুনেজা। তার দক্ষতা, কর্তব্যপরায়ণতা, দায়িত্ববোধ এবং ট্র্যাক রেকর্ডের জন্যই আমরা তাকে নিতে চেয়েছিলাম। তার শুধু একটাই আর্জি ছিল যেন দিল্লিতে পোস্টিং দেওয়া হয়।

সুনেজার লিঙ্কড ইন প্রোফাইল থেকে জানা যায়, দিল্লির ময়ূর বিহার এলাকারই অ্যালকন পাবলিক স্কুলে তিনি লেখাপড়া করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেল এয়ার ইন্টারন্যাশনাল ফ্লাইং স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এমিরেটসে তিন মাস কাজ করার পর ২০১১ সালে লায়ন এয়ারে কাজে যোগ দেন। তারপর থেকে এই সংস্থাতেই কাজ করছিলেন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

নিজ শহর দিল্লিতে ফেরা হল না সুনেজার

প্রকাশিত : ১১:০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮

ফিরতে চেয়েছিলেন নিজের দেশে। নিজের শহরে পরিবারের সঙ্গে থেকে কাজ করতেও চেয়েছিলেন। কয়েকটি ভারতীয় বিমান সংস্থার সঙ্গে কথাবার্তাও এগিয়েছিল। কিন্তু সেই ফেরা আর হলো না। তার আগেই ইন্দোনেশিয়ায় সলিল সমাধি হল দিল্লির ক্যাপ্টেন ভাবেয়া সুনেজার। বিমান দুর্ঘটনায় মারা গেলেন দিল্লির ময়ূর বিহার এলাকার দক্ষ পাইলট সুনেজা। ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের দুর্ঘটনায় বিমানের ১৮৯ জনের মতো একই পরিণতি ক্যাপ্টেন সুনেজারও। খবর আনন্দবাজার পত্রিকার

সোমবার সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা বিমানবন্দর ছাড়ার ১৩ মিনিটের মধ্যেই মাঝ সমুদ্রে ভেঙে পড়ে লায়ন এয়ারের যাত্রীবাহী বোয়িং ৭৩৭ বিমানটি। কেবিন ক্রু ও যাত্রী মিলিয়ে ১৮৯ জনের কেউই আর বেঁচে নেই বলেই মনে করছেন উদ্ধারকারীরা। দুর্ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের বেশ কিছু সামগ্রী উদ্ধার করলেও এখনো বিমানের ভগ্নাবশেষের সন্ধান মেলেনি। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মৃতদেহও।

এই বিমানেরই ক্যাপ্টেন ছিলেন ভাবেয়া সুনেজা। ভারতীয় একটি বিমান সংস্থার এক পদস্থ কর্তা সংবাদ মাধ্যমে বলেন, এই জুলাই মাসেই ওর সঙ্গে কথা হয়েছিল। খুবই অমায়িক ছিলেন সুনেজা। তার দক্ষতা, কর্তব্যপরায়ণতা, দায়িত্ববোধ এবং ট্র্যাক রেকর্ডের জন্যই আমরা তাকে নিতে চেয়েছিলাম। তার শুধু একটাই আর্জি ছিল যেন দিল্লিতে পোস্টিং দেওয়া হয়।

সুনেজার লিঙ্কড ইন প্রোফাইল থেকে জানা যায়, দিল্লির ময়ূর বিহার এলাকারই অ্যালকন পাবলিক স্কুলে তিনি লেখাপড়া করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেল এয়ার ইন্টারন্যাশনাল ফ্লাইং স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এমিরেটসে তিন মাস কাজ করার পর ২০১১ সালে লায়ন এয়ারে কাজে যোগ দেন। তারপর থেকে এই সংস্থাতেই কাজ করছিলেন।

বিবি/রেআ