০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আজ

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আজ বুধবার প্রকাশিত হবে। সংবাদ মাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছে পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্বশীল একটি সূত্র।

সূত্র জানায়, ৩৭ তম বিসিএস পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফল তৈরির কাজে গত কয়েক সপ্তাহ ধরে ব্যস্ত সময় পার করেন কমিশনের কর্মকর্তারা। গত সপ্তাহে পিএসসি কর্মকর্তারা জানিয়েছিলেন, ফল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এগুলো এই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারি থেকে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২০ ডিসেম্বর। এরপর ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়। প্রিলিমিনারিতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন।

ট্যাগ :

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আজ

প্রকাশিত : ০১:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আজ বুধবার প্রকাশিত হবে। সংবাদ মাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছে পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্বশীল একটি সূত্র।

সূত্র জানায়, ৩৭ তম বিসিএস পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফল তৈরির কাজে গত কয়েক সপ্তাহ ধরে ব্যস্ত সময় পার করেন কমিশনের কর্মকর্তারা। গত সপ্তাহে পিএসসি কর্মকর্তারা জানিয়েছিলেন, ফল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এগুলো এই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারি থেকে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২০ ডিসেম্বর। এরপর ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়। প্রিলিমিনারিতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন।