রাজধানীতে ১০ কেজি স্বর্ণসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকের আটক করা হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসূফ আলী।
তিনি জানান, বুধবার রাতে বিমানবন্দর এলাকা থেকে প্রায় ১০ কেজি স্বর্ণসহ তিনজনকে আটক করা হয়। তবে আটকদের নাম-পরিচয় এখনো জানানো হয়নি। আজ দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।