রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেয়া কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
দলটির সমন্বয়ক জোনায়েদ সাকির করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
দলের নিবন্ধন চেয়ে হাইকোর্টে রিটটি করেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, সম্পূর্ণ উদ্দ্যেশ্যপ্রণোদিত হয়ে ইসি আমাদের নিবন্ধন দেয়নি। ভিত্তিহীন অভিযোগে গঠনতন্ত্রের ধোয়া তোলে নিবন্ধন না দেয়া বেআইনি।
বিবি/রেআ


























