বলিউডে চলছে বিয়ের হিড়িক। একের পর এক বিয়ের খবর জানাচ্ছেন তারকারা। রণবীর-দীপিকা, নিক-প্রিয়াঙ্কা, অর্জুন-মালাইকাদের পর এবার বিয়ের খবর জানালেন বরুণ ধাওয়ান। সম্প্রতি ‘কফি উইথ করণ’ এ হাজির হয়ে এমনই খবর জানালেন এ অভিনেতা।
জিনিউজ জানায়, শিগগিরই বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন ডেভিড ধাওয়ান-পুত্র। নাতাশা বরুণের ছোটবেলার বান্ধবী। তার সঙ্গেই গাঁটছড়া বাঁধার ইঙ্গিত দিলেন ‘বদরিনাথ কি দুলহানিয়া’র এ অভিনেতা।
করণ জোহর তার অনুষ্ঠানে বরুণের সামনে ভালোবাসার মানুষ এবং বিয়ের প্রসঙ্গ তোলেন। আর সেখানেই কোনও রাখঢাক না করে নাতাশাকে বিয়ে করছেন বলে জানান বলিউডের এই তরুণ অভিনেতা। শুধু তাই নয়, বিয়ের জন্য বলিউডের কোনও সেলিব্রিটি জুটির সঙ্গে তিনি প্রতিযোগিতায় নামতে চান না বলেও স্পষ্ট জানিয়ে দেন বরুণ।
পাশাপাশি নাতাশাকে যখনই তার ‘বান্ধবী’ বলে সম্মোধন করেন করণ, তখন যেন একটু রেগেই যান বরুণ। নাতাশা এবং তিনি ‘জুটি’ বলেও উল্লেখ করেন তিনি।
বিবি/রেআ


























