সপ্তাহব্যাপী আয়কর মেলা ২০১৮ এর চতুর্থ দিন শুক্রবার। ছুটির এ দিনটি সর্বোচ্চ কাজে লাগিয়েছেন সম্মানিত করদাতা, সেবাগ্রহীতাসহ সকল পর্যায়ের মানুষ। সকাল থেকেই আয়কর মেলায় নেমেছিল উৎসবের আমেজ। মেলা প্রাঙ্গণ করদাতাদের মিলন মেলায় জনসমুদ্রে পরিণত হয়।
যেন জন সমাগমে তিল ধারণের ঠাঁই ছিল না। সম্মানিত করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়ার মধ্য দিয়ে শুক্রবার দেশের ৮টি বিভাগ, ৫৬ টি জেলা এবং ৩ টি উপজেলাসহ মোট ৬৭ টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার মতই মেলার চতুর্থ দিন সারাদেশে করদাতারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন। বিশেষ করে পেশাজীবী, চাকুরিজীবী, তরুন করদাতা, নারী করদাতা, অনলাইন রিটার্ন দাখিল বুথে সম্মানিত করদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
চতুর্থ দিন আয়কর সংগ্রহ হয়েছে ২৫৩ কোটি ১৫ লক্ষ ৮১ হাজার ৫৪০ টাকা। মেলার পরিধি গতবছরের মেলার চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ (নতুন ও পুরাতন), ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলায় আসা মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য রয়েছে আলাদা বুথ। মেলায় করদাতাদের যাতায়াতের সুবিধার জন্য রাজধানীর টিএসসি, রামপুরা, বেইলি রোড, মতিঝিল, মিরপুর ও উত্তরা থেকে ১৫টি শাটল বাস নিয়োজিত রয়েছে।
আয়কর মেলা সেবা গ্রহণকারী রিটার্ন দাখিল আয়কর আহরন (টাকা) নতুন ইটিআইন আজ শনিবার ঢাকার আয়কর মেলার বিশেষ কর্মসূচী আজ শনিবার দুপুর ১.০০ ঘটিকায় মেলা প্রাঙ্গণস্থ কর শিক্ষণ ফোরামে ‘অডিও ভিজ্যুয়াল পদ্ধতি’তে সম্মানিত করদাতাগণের জন্য ‘কর প্রশিক্ষণ কার্যক্রম’ উদ্বোধন করবেন সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড জনাব মো. মোশাররফ হোসেন ভূইয়া, এনডিসি। এতে গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিদের সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে। কর শিক্ষণ ফোরাম, ভবিষ্যত আয়কর দাতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মধ্যে কর সচেতনতা তৈরির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের অন্যতম উদ্ভাবনী পদক্ষেপ ‘কর শিক্ষণ ফোরাম’।
দেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ/স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিদিন আয়কর মেলায় আয়োজন করা হচ্ছে ‘কর শিক্ষণ’ অনুষ্ঠান। কর শিক্ষণ ফোরামের আওতায় শিক্ষার্থীরা মেলা পরিদর্শন ও কর বিষয়ে জ্ঞান আহরণ করেন। অনুষ্ঠানে কর বিষয়ে জানার পর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার মেলার চতুর্থ দিন ঢাকা মেডিকেল কলেজের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
কুইজ বিজয়ী প্রথম ৩ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসাবে প্রাইজবন্ড, সনদপত্র ও বই প্রদান করা হয়। এছাড়া বিজয়ী ১০জন শিক্ষার্থীকে সনদপত্র ও বই প্রদান করা হয়। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজকে সনদপত্র প্রদান করা হয়। শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড জনাব মো. মোশাররফ হোসেন ভূইয়া, এনডিসি। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জনাব জিয়া উদ্দিন মাহমুদসহ কর বিভাগের অনান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১০ সাল থেকে শুরু হওয়া আয়কর মেলার পরিধি এবং মেলার মাধ্যমে আয়কর বিভাগের সেবার পরিসর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
২০১৮ সালে দেশব্যাপী সর্বাধিকসংখ্যক ভেন্যুতে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। ১৩-১৯ নভেম্বর রাজধানী ঢাকাসহ সকল বিভাগীয় শহরে ৭ দিন, ৫৬টি জেলা শহরে ৪ দিন, ৩২টি উপজেলায় ২ দিন এবং ৭০টি উপজেলায় ১ দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। কর আহরনের পাশাপাশি সামাজিক ন্যায় বিচার ও সমতা নিশ্চত করাই কর বিভাগের প্রধান কাজ। এ ধারাবাহিকতায় ‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’- ¯েøাগানকে সামনে রেখে এ বছর আয়কর মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’ ।

























