ডিসেম্বর মাসের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। সে কথা জানা সবারই।
এবার জানা গেল, নিক-প্রিয়াংকাও নাকি দু’রকমের রীতি মেনে বিয়ে করবেন।
ঠিক যেভাবে দীপিকা-রণবীর কোঙ্কনি ও সিন্ধ্রীতি রীতিতে বিয়ে করেছেন।
তবে দীপ-বীর বা বীরাট-আনুশকার মতো সুদূর ইতালিতে নয়, ভারতের যোধপুরের উমেদ ভবনে বিয়েটা করবেন তারা। এক ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ২ ডিসেম্বর ভারতীয় রীতি মেনে ও ৩ ডিসেম্বর খ্রিস্টিয়ান রীতি মেনে বিয়ে হবে এই দুই তারকার।
সে লক্ষ্যে প্রস্তুতি সেরে নিচ্ছেন প্রিক জুটি।
জানা গেছে, আবু জানি-সন্দীপ খোসলার ব্রাইডাল ক্রিয়েশনে সাজবেন প্রিয়াংকা। আর খ্রিস্টিয়ান ওয়েডিংয়ের জন্য তিনি বেছে নিয়েছেন রালফ লরেনের ক্রিয়েশন।
সম্প্রতি বিয়েকে বৈধ বলে গণ্য করতে মার্কিন লাইসেন্স নিয়েছেন তারা।
ই-নিউজ ও দ্য ব্লাস্টসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, লাইসেন্সটি বিয়ের দিন রাজস্থানের যোধপুরে নিয়ে আসা হবে।
২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে সংগীত ও মেহেদি অনুষ্ঠান।
গত আগস্ট মাসে নিজ বাড়িতে রোকা অনুষ্ঠান সেরে ফেলেছেন প্রিয়াংকা।
আপাতত ‘দা স্কাই ইজ পিঙ্ক’ নামক ছবির শুটিংয়ে ব্যস্ত প্রিয়াংকা।
সব কিছু ঠিক থাকলে ছবির শুটিং এর অবসরেই নিকের সঙ্গে গাঁট বাঁধবেন বলিউড দেশিগার্ল পিয়াংকা।
বিবি/রেআ


























