০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

দাউদকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ প্রতিবন্ধী “ নাহিমা আক্তার’’

  • ইমরান মাসুদ :
  • প্রকাশিত : ০৬:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
  • 364

দাউদকান্দি উপজেলা পৌরসভার তুজারভাঙ্গা গ্রামের মেধাবি প্রতিবন্ধী প্রাথমিক-শিক্ষা-সমাপনী-পরীক্ষার্থী মিস নাহিমা আক্তার,বয়স (১২) ।

তিনি এবার পি.ই.সি পরীক্ষায় দাউদকান্দি পৌরসভার আল-হেরা -একাডেমী থেকে ‘দাউদকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়’ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করছেন ।

পিতা আনিসুর রহমান ,মাতা মোসাম্মদ নিলুফা আক্তার,২ বোন ১ ভাইয়ের মধ্যে নাহিমা আক্তারই সবার বড় । তার অপর বোন মিস হুমায়ারা আক্তার একই বিদ্যালয়ে থেকে এবার পি.ই.সি পরীক্ষা দিচ্ছে । তার ছোট ভাই ও আল-হেরা-একাডেমী স্কুল নার্সারি তে পড়াশুনা করছে ।

দাউদকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপার ভাইজার নাজমুন নাহার জানান, দাউদকান্দি উপজেলার পি.ই.সি পরীক্ষায় প্রতিটি কেন্দ্রই নকলমুক্ত সুন্দর নিরিবিলি পরিবেশে কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, আমার এই কেন্দ্রে নকল তো দূরের কথা বহিরাগতদের আগমনও নিষিদ্ধ । তিনি আরো বলেন আমার কেন্দ্রে ঢোকার আগে সকল সাংবাদিকদেরও উপজেলা নির্বাহী অফিসারে অনুমতি নিতে হয় ।

প্রতিবন্ধী পরীক্ষার্থী নাহিমা আক্তার সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ সরকার পি.ই.সি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৩০ মিনিট সময় বৃদ্ধি করেছে তাই আমরা সাধারন শিক্ষার্থীদের নির্ধারিত সময় পরীক্ষা শেষ হওয়ার পরও ৩০ মিনিট অপেক্ষা করে নাহিমা আক্তারের পরীক্ষার খাতা নিচ্ছি । আমার বিশ্বাস এই প্রতিবন্ধী নাহিমা খুব ভাল রেজাল্ট করবে ।

শিক্ষার্থীর মা জানান,যদিও আমার মেয়ে প্রতিবন্ধী তবুও আমার বিশ্বাস সকলের দোয়া এবং সহযোগিতায় আমার মেয়ে নাহিমা একদিন সকল বাধাঁ-বিপত্তিকে পিছনে ফেলে এবং সকল প্রতিবন্ধিকতা দূর করে সমাজে আলো ছড়াবে বলে তিনি বিশ্বাস করেন ।

আল-হেরা-একাডেমী স্কুলের সত্ত্বাধিকারী, পিন্সিপাল জনাব মোশাররফ হোসেন জানান, মেধাবি শিক্ষার্থী প্রতিবন্ধী নাহিমার পরিবারের ৩ টি সন্তানেই আমার স্কুলে পড়াশুনা করে আসছে প্রতিবন্ধী হলে অত্যান্ত মেধাবি, এবং ভদ্র শিক্ষার্থীতারা,আমার দোয়া এবং আর্শীবাদ রহিল নাহিমার পরিবারের প্রতি যেন তারা মানুষের মত মানুষ হয়ে সমাজকে আলোকিত করতে পারে ।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

দাউদকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ প্রতিবন্ধী “ নাহিমা আক্তার’’

প্রকাশিত : ০৬:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮

দাউদকান্দি উপজেলা পৌরসভার তুজারভাঙ্গা গ্রামের মেধাবি প্রতিবন্ধী প্রাথমিক-শিক্ষা-সমাপনী-পরীক্ষার্থী মিস নাহিমা আক্তার,বয়স (১২) ।

তিনি এবার পি.ই.সি পরীক্ষায় দাউদকান্দি পৌরসভার আল-হেরা -একাডেমী থেকে ‘দাউদকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়’ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করছেন ।

পিতা আনিসুর রহমান ,মাতা মোসাম্মদ নিলুফা আক্তার,২ বোন ১ ভাইয়ের মধ্যে নাহিমা আক্তারই সবার বড় । তার অপর বোন মিস হুমায়ারা আক্তার একই বিদ্যালয়ে থেকে এবার পি.ই.সি পরীক্ষা দিচ্ছে । তার ছোট ভাই ও আল-হেরা-একাডেমী স্কুল নার্সারি তে পড়াশুনা করছে ।

দাউদকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপার ভাইজার নাজমুন নাহার জানান, দাউদকান্দি উপজেলার পি.ই.সি পরীক্ষায় প্রতিটি কেন্দ্রই নকলমুক্ত সুন্দর নিরিবিলি পরিবেশে কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, আমার এই কেন্দ্রে নকল তো দূরের কথা বহিরাগতদের আগমনও নিষিদ্ধ । তিনি আরো বলেন আমার কেন্দ্রে ঢোকার আগে সকল সাংবাদিকদেরও উপজেলা নির্বাহী অফিসারে অনুমতি নিতে হয় ।

প্রতিবন্ধী পরীক্ষার্থী নাহিমা আক্তার সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ সরকার পি.ই.সি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৩০ মিনিট সময় বৃদ্ধি করেছে তাই আমরা সাধারন শিক্ষার্থীদের নির্ধারিত সময় পরীক্ষা শেষ হওয়ার পরও ৩০ মিনিট অপেক্ষা করে নাহিমা আক্তারের পরীক্ষার খাতা নিচ্ছি । আমার বিশ্বাস এই প্রতিবন্ধী নাহিমা খুব ভাল রেজাল্ট করবে ।

শিক্ষার্থীর মা জানান,যদিও আমার মেয়ে প্রতিবন্ধী তবুও আমার বিশ্বাস সকলের দোয়া এবং সহযোগিতায় আমার মেয়ে নাহিমা একদিন সকল বাধাঁ-বিপত্তিকে পিছনে ফেলে এবং সকল প্রতিবন্ধিকতা দূর করে সমাজে আলো ছড়াবে বলে তিনি বিশ্বাস করেন ।

আল-হেরা-একাডেমী স্কুলের সত্ত্বাধিকারী, পিন্সিপাল জনাব মোশাররফ হোসেন জানান, মেধাবি শিক্ষার্থী প্রতিবন্ধী নাহিমার পরিবারের ৩ টি সন্তানেই আমার স্কুলে পড়াশুনা করে আসছে প্রতিবন্ধী হলে অত্যান্ত মেধাবি, এবং ভদ্র শিক্ষার্থীতারা,আমার দোয়া এবং আর্শীবাদ রহিল নাহিমার পরিবারের প্রতি যেন তারা মানুষের মত মানুষ হয়ে সমাজকে আলোকিত করতে পারে ।

বিবি/ ইএম